মো. মুছা খান, স্বরূপকাঠী : স্বরূপকাঠীতে ঘূর্ণিঝর আম্পানের তান্ডবের পরবর্তী সময়ে নেছারাবাদ উপজেলা ভাইজ চেয়াম্যান রনি দত্ত জয় নেছারাবাদ এর বিভিন্ন উপজেলায় ক্ষতিগ্রস্থ মানুষের খোজ খবর নিতে তিনি তার স্বেচ্ছা সেবক নিয়ে নিজে সাধারণ মানুষের নিকট পৌছান এবং তাদের ক্ষতি পর্যবেক্ষন করেন। এ ছাড়াও তিনি বলেন যে, নেছারাবাদ উপজেলায় যে সকল সাধারণ মানুষ ক্ষতি গ্রস্থ হয়ে পরেছে তাদের তিনি নিজ স্বাধ্যমতো সাহায্য সহোযগীতা করবেন।

👁️ 3 News Views

