৪০ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ১৭ জন কর্মকর্তা কর্তৃক জিএমপি কমিশনার এর সাথে সৌজন্য সাক্ষাৎ

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ রবিবার ৮ মে গাজীপুর মেট্টোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে ৪০ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ গাজীপুর মেট্রোপলিটন ও গাজীপুর জেলার বিভিন্ন ক্যাডারের মোট ১৭ জন (প্রশাসন ৬,পুলিশ ২, শিক্ষা ৫, স্বাস্থ্য ১, প্রাণিসম্পদ ১, মৎস্য ১, কৃষি ১) সুপারিশপ্রাপ্ত কর্মকর্তা জিএমপি’র পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির (বিপিএম) (পিপিএম) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তাদের স্বাগত জানানো হয়।
পুলিশ কমিশনার তাঁর দিক নির্দেশনামূলক বক্তব্যে বলেন- “জাতির পিতা স্বপ্ন দেখতেন সোনার বাংলার।
প্রধানমন্ত্রীর হাতেই শুরু হয়েছে স্বপ্নযাত্রা ২০৪১ সালের উন্নত বাংলাদেশের। অচিরেই আজকের ১৭ জন সেই যাত্রার সারথী হবেন।

আমরা যেন ভুলে না যাই-দিতে হবে সর্বাগ্রে নাগরিকের অধিকার। আর্থিক সততাকে অনিবার্য মেনে, সকল কলুষতা, কার্পণ্য অন্যায়কে না বলে আমরা যেন চিন্তার সততা নিশ্চিত করি।

আমরা যেন কল্যাণকামী হই, সত্যাশ্রয়ী হই। ন্যায়-অন্যায়ের দ্বৈরথে আমরা যেন দৌড়াই সর্বদা ন্যায়ের পথে।”
সুপারিশপ্রাপ্ত কর্মকর্তাগণ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এ বর্ণিল আয়োজনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এসময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ বরকতুল্লাহ খান (বিপিএম-সেবা), জিএমপি সহ জিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


বিজ্ঞাপন
👁️ 4 News Views