সেভেন রিংস্ সিমেন্ট এচিভার্স নাইট ২০২২ অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিবেদক ঃ রাজধানীর লো মেরিডিয়েন হোটেলে গতকাল রবিবার ৫ জুন আয়োজন করা হয় “সেভেন রিংস্ সিমেন্ট এচিভার্স নাইট ২০২২”| ভি.আর.এম প্যাকেজ প্রোগ্রামের বিজয়ী পরিবেশক ও তাঁদের পরিবারদের নিয়ে এই আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেভেন রিংস্ সিমেন্টের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মিস্‌ তাহমিনা আহমেদ, ডিরেক্টর এন্ড সিইও শেখ রায়হান আহমেদ, ডিরেক্টর সাইফ রহমান, গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ও কোম্পানি সেক্রেটারি কাউসার আলম, চিফ টেকনিক্যাল অফিসার নান্টু কুমার দে, এডভাইজার আবুল কালাম আজাদ, চিফ অপারেটিং অফিসার (ব্যাগ প্লান্ট) জনাব মোঃ কামরুল আহ্‌সান, চিফ মার্কেটিং অফিসার গৌতম চ্যাটার্জীসহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ।

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ওডিআই ক্রিকেট টিমের অধিনায়ক ও সেভেন রিংস্‌ সিমেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনাব তামিম ইকবাল খান। এসময় সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেডের পরিবেশকগণ তাদের মুল্যবান বক্তব্য প্রদান করেন।
এই অনুষ্ঠানে সেভেন রিংস্‌ সিমেন্টের হটলাইন নাম্বার ১৬৭৩৭ লঞ্চ করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই পারিবারিক মিলনমেলার পরিসমাপ্তি ঘটে।


বিজ্ঞাপন
👁️ 8 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *