১১ লাখ রোহিঙ্গাকে দেশে ফিরে নিতে রাজি হয়েছে মিয়ানমার জান্তা সরকার- পররাষ্ট্রমন্ত্রী

Uncategorized জাতীয়


নিজস্ব প্রতিবেদক ঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা ১১ লাক্ষাধিক রোহিঙ্গাকে নিজ দেশে ফিরে নিতে রাজি হয়েছে মিয়ানমার জান্তা সরকার।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, রোহিঙ্গাদের প্রথম ব্যাচটি কিভাবে নেয়া যায় তার লজিস্টিক সাপোর্টের প্রস্তুতি চলছে।

মিয়ানমারের প্রতিনিধিদের রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখার আমন্ত্রণ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারের লোকেরা ক্যাম্প ভিজিট করলে রোহিঙ্গারা ভরসা পাবে।

নভেম্বরের শেষে প্রধানমন্ত্রীর জাপান সফরে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়টি আলোচনায় আসবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা জাপানকেও অনুরোধ করেছি তারা যেনো এগিয়ে আসে এই সমস্যা সমাধানের জন্য।’


বিজ্ঞাপন
👁️ 6 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *