রাঙ্গাকে রাজপথে মোকাবিলার চ্যালেঞ্জ করেছেন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা

Uncategorized অন্যান্য


নিজস্ব প্রতিনিধি ঃ দল থেকে বহিষ্কৃত মসিউর রহমান রাঙ্গাকে রাজপথে মোকাবিলার চ্যালেঞ্জ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
মঙ্গলবার বিকাল ৪টায় পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত রংপুর মহানগর জাতীয় পার্টির ত্রিবার্ষিক সম্মেলনে স্বাগত বক্তব্যে তিনি এ চ্যালেঞ্জ দেন।

গত সিটি করপোরেশন নির্বাচনে নিজের জয়ের বিষয়টি তুলে ধরে মেয়র বলেন, ‘দলের একজন অব্যাহতি পাওয়া ব্যক্তি প্রচার করছেন যে, তিনি নাকি এক লাখ ভোটের ব্যবধানে আমাকে জয়ী করিয়েছেন। আমি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছি। কারো দয়ায় মোস্তফা মেয়র নির্বাচিত হয়নি।’

‘কথা বলতে গেলে হাত ওঠে’ রাঙ্গার এমন মন্তব্যের উত্তরে মেয়র বলেন, ‘রাঙ্গা সাহেব আমাদের হাতও কিন্তু লোলা না। আমাদের হাতেও শক্তি আছে। আমরাও জবাব দিতে জানি। যদি সাহস থাকে তাহলে রাজপথে এসে মোকাবিলা করেন।’

জেলা ও বিভাগীয় প্রশাসনসহ নির্বাচন কমিশনের প্রতি হুঁশিয়ারি দিয়ে মোস্তফা বলেন, ‘সাবধান হয়ে যান। রংপুরে নির্বাচন নিয়ে কোনো ধরনের কারচুপি করার যদি ইচ্ছাপোষণ করেন তাহলে দাঁতভাঙা জবাব দিতে রংপুর মহানগর জাতীয় পার্টি প্রস্তুত।’


বিজ্ঞাপন
👁️ 20 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *