গত ১ বছরে ১৮ শ্রমিক নিহত  :  মেঘালয়ে কয়লা উত্তোলন করতে গিয়ে আরও এক বাংলাদেশি শ্রমিক নিহত

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (সিলেট)  :  ভারতের মেঘালয় পাহাড়ের গহীনে কয়লা উত্তোলন করতে গিয়ে কোয়ারিতে আসাদ মিয়া (৫০) নামে নামে এক বাংলাদেশি শ্রমিক নিহতের খবর পাওয়া গেছে।


বিজ্ঞাপন

বুধবার বিকেলে এ খবর নিশ্চিত করেছেন সুনামগঞ্জের তাহিরপুরের উওর বড়দল ইউনিয়নের সীমান্তগ্রাম চাঁনপুর পশ্চিম পাড়ার মৃত সিরাজ মিয়ার ছেলে নিহত আসাদ আলীর চাচাত ভাই বিল্লাল মিয়া।

একই দিন ভোরে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সুনামগঞ্জের তাহিরপুরের বালিয়াঘাট বিওপির লাকমা সীমান্ত এলাকা দিয়ে ওপারে ভারতের মেঘালয় পাহাড়ের কুলাং কয়লা কোয়ারি থেকে স্বজন ও সাথে থাকা অন্য শ্রমিকরা নিহতের লাশ গ্রামের বাড়ি চাঁনপুর পশ্চিম পাড়ায় পৌছে দেয়। নিহত আশাদ মিয়া সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্ত গ্রাম চাঁনপুর পশ্চিম পাড়ার মৃত সামস উদ্দিনের ছেলে।


বিজ্ঞাপন

জানা গেছে, বাংলাদেশ-ভারত সীমান্তের বালিয়াঘাটের সীমান্ত রেখা অতিক্রম করে ওপারে ভারতের মেঘালয়ের কুলাং নামক স্থানে ভারতীয় রফতানী কারক প্রতিষ্ঠানে দৈনিক মজুরীর বিনিময়ে অন্যান্য শ্রমিকদের সাথে পাহাড়ের কুলাং নামক স্থানে কোয়ারি থেকে কয়লা উত্তোলন করতেন আশাদ মিয়া। তার সঙ্গে যাওয়া অন্য শ্রমিকরা ছিলেন কুলাং কোয়ারিতে।


বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে কুলাং’র গহীন পাহাড়ের গভীর কোয়ারি থেকে যান্ত্রিক পদ্ধতিতে কয়লা উত্তোলনকালে কয়লা উপওে তোলার ক্রেন ছিড়ে আশাদের মাথার উপর পড়লে তিনি কয়লা কোয়ারির গহীনেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।

প্রসঙ্গত, গত এক বছরে আশাদ মিয়া সহ কমপক্ষে ১৮ শ্রমিক মেঘালয় পাহাড়ের গহীনে চোরাচালানের কয়লা আনতে, কখনো ভারতীয় কয়লা রফতানীকারকগণের অপরিকল্পিত কয়লা কোয়ারিতে কয়লা উক্তোলন কাজে গিয়ে নিহত হয়েছেন।
তাহিরপুর থানার টেকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আবীর দাশ জানান, নিহতের মরদেহ তার নিজ বাড়ি থেকে জেলা সদও হসপাতাল মর্গে পাঠিয়ে আপাতত থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জ অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, সীমান্তের শূন্যরেখা থেকে কমপক্ষে ভারতের ৫০ কিলোমিটার ভেতরে অনুপ্রবেশ করে ভারতীয় কয়লা রফতানীকারক প্রতিষ্ঠানের হয়ে কয়লা উত্তোলন করতে গিয়ে আশাদ মিয়া নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হন। নিহত শ্রমিকের সঙ্গে থাকা অন্যদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান বিজিবি অধিনায়ক।

👁️ 9 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *