জয়পুরহাটের পাঁচবিবিতে ধানের শীষের উঠান বৈঠক

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

মোঃ মাফিজুল ইসলাম, (জয়পুরহাট)  : আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের ভোট বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী আয়মারসূলপুর ইউনিয়নের কড়িয়া কদুবাড়ি গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

শনিবার সন্ধ্যায় কদুবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কদুবাড়ি ক্লাবের সামনে ধানের শীষের এই উঠান বৈঠকটি হয়। বিএনপির পাগল শহীদ জিয়ার আদর্শের সৈনিক কড়িয়া বাজারের মোঃ জুয়েল রানা ও আরজিঅন্তপুর গ্রামের মাংস ব্যবসায়ী মোঃ মোতালেব হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এই উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে কদুবাড়ি গ্রামের বিএনপি সমর্থিত শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের জয়লাভে এখন থেকেই কাজ করার সম্মতি প্রকাশ করেন বৈঠকে উপস্থিত সকলেই। বিএনপি কর্মী মোতালেব বলেন, আব্দুল গফুর মন্ডল একজন ভালো ও শিক্ষিত মানুষ আমরা সবাই মিলে আগামী নির্বাচনে তার পক্ষেই ধানের শীষের ভোট করব।


বিজ্ঞাপন

বিএনপি’র একনিষ্ঠ কর্মী জুয়েল রানা বলেন, গত ১৭’ বছর আ’লীগ সরকারের সময় জয়পুরহাট জেলার মধ্যে সবচেয়ে বেশি নির্যাতিত, ক্ষতিগ্রস্ত ও একাধিক বার কারাবরণ করতে হয়েছে।


বিজ্ঞাপন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-০১ আসনে ধানের শীষের মনোনয়ন গফুর মন্ডলই পাবে। গফুর ভাইকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করতে এখন থেকেই কাজ করছি বলেও জানান তিনি।

👁️ 229 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *