
শাহরিয়ার কবির,(খুলনা) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা–৬ (পাইকগাছা–কয়রা) আসনের বিএনপির প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পী বলেছেন, উপকূলীয় এ জনপদের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলা ও বঞ্চনার শিকার। উন্নয়নের আশ্বাস দিয়ে বারবার ভোট নেওয়া হলেও পাইকগাছা ও কয়রার সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। এই অবহেলার জবাব আসন্ন নির্বাচনে ভোটের মাধ্যমেই দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে পাইকগাছা উপজেলার সোলাদানা বাজার চত্বরে সোলাদানা ইউনিয়নবাসীর আয়োজনে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মনিরুল হাসান বাপ্পী বলেন, পাইকগাছা–কয়রা একটি গুরুত্বপূর্ণ উপকূলীয় অঞ্চল হওয়া সত্ত্বেও এখানে টেকসই বেড়িবাঁধ, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। খাল ভরাট ও অপরিকল্পিত ব্যবস্থাপনার কারণে কৃষি ও মৎস্য খাত মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। অথচ এসব সমস্যার স্থায়ী সমাধান করা গেলে এ অঞ্চলের অর্থনৈতিক চিত্র বদলে যেতে পারত।
তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিরা উন্নয়নের কথা বলে ক্ষমতায় গেলেও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তেমন কোনো ভূমিকা রাখেননি। বরং ক্ষমতার অপব্যবহার করে নিজেদের স্বার্থই আগে দেখেছেন। তিনি বলেন, “আর কোনোভাবেই যেন এ অঞ্চলের মানুষ ভোটের নামে প্রতারিত না হয়—সেজন্য সবাইকে সচেতন হতে হবে।”

রাজনৈতিক প্রসঙ্গ টেনে বাপ্পী বলেন, যারা একসময় দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের বিরোধিতা করেছে, তারা আজ ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। এ ধরনের রাজনীতি দেশের জন্য বিপজ্জনক উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র ও দেশের স্বার্থ রক্ষায় জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

নির্বাচিত হলে পাইকগাছা–কয়রার উন্নয়নে অগ্রাধিকারভিত্তিতে কাজ করার আশ্বাস দিয়ে তিনি বলেন, খাল খনন ও অবমুক্ত করে কৃষি ও মৎস্য খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করা হবে। পাশাপাশি টেকসই বেড়িবাঁধ নির্মাণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
বিএনপির কেন্দ্রীয় রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দল নতুনভাবে দেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে।
বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করতে ফ্যামিলি, কৃষি ও স্বাস্থ্য কার্ড চালু করা হবে এবং সারা দেশে ব্যাপক পরিসরে খাল খনন কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।
সোলাদানা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুর রহমান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তৈয়েবুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, সদস্য সচিব এসএম ইমদাদুল হকসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও বক্তব্য দেন। সভা সঞ্চালনা করেন বিএনপি নেতা অ্যাডভোকেট একরামুল হক বিশ্বাস ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক।
