
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা প্রশাসনের প্রদানকৃত শীতবস্ত্র অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকালে পাইকগাছা প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফ এম এ রাজ্জাকের নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, সহ-সভাপতি আব্দুল আজিজ সরদার, কোষাধ্যক্ষ বাবুল আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক এন ইসলাম সাগর, সাবেক সাধারণ সম্পাদক এস এম আলাউদ্দিন সোহাগ, বি সরকার, আলাউদ্দীন রাজা, প্রমথ সানা, আবুল হাসেম, শাহাজামান বাদশা ও বদিউজ্জামানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।
এ সময় বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবানদেরও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসা উচিত।

